আন্তর্জাতিক

চীন সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

চীন সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনে সফর করছেন। চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। 

Advertisement

সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে এস জয়শঙ্কর ওই সাক্ষাতের বিষয়ে তথ্য শেয়ার করেছেন।

এস জয়শঙ্কর বলেন, আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ওপর জোর দিয়েছি। আমার সফরকালীন এই আলোচনা ইতিবাচক দিক বজায় রাখবে বলে (উভয় নেতাই) আস্থা প্রকাশ করেছি।

সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে যোগ দিতে বর্তমানে চীনে অবস্থান করছেন এস জয়শঙ্কর।

Advertisement

টিটিএন