গিটার হাতে একসময় দেশের রক সংগীত জগত মাতিয়ে রাখা ‘মেকানিক্স’ ব্যান্ডের সাবেক সদস্য ইমরান আহমেদ এখন জীবন যুদ্ধের কঠিনতম লড়াইয়ে। খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত এই গিটারিস্ট। চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। সংগীতাঙ্গনের অনেকেই এগিয়ে এসেছেন তার পাশে।
Advertisement
এবার তাকে সাহায্য করতে আয়োজন করা হয়েছে এক বিশেষ কনসার্ট। ‘কনসার্ট ফর ইমরান’ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি (ডিইউবিএস)। এটি ২৫ জুলাই, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
এতে অংশ নিচ্ছে দেশের জনপ্রিয় ও উদীয়মান কয়েকটি ব্যান্ড। সে তালিকায় আছে আপেক্ষিক, দুর্গ, হাইওয়ে, নিভানিয়া, পাওয়ারসার্জ, রকসল্ট, সোনার বাংলা সার্কাস এবং ইমরানের ব্যান্ড মেকানিক্সও। অংশ নেবে ডিইউবিএস পারফরম্যান্স টিম।
টিকিটসংক্রান্ত তথ্য শিগগিরই জানানো হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।
Advertisement
এর আগে মেকানিক্স ব্যান্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইমরানের চিকিৎসার জন্য সাহায্য চেয়ে ব্যাংক হিসাব নম্বরসহ একটি পোস্ট দেয়। সেখানে লেখা হয়, ‘এই লড়াইয়ে টিকতে ইমরানের দরকার সবার সাহায্য। একসঙ্গে থাকলে পথটা সহজ হয়। চলুন আমরা ইমরানের পাশে দাঁড়াই।’
গণমাধ্যমে নিজের অসুস্থতা নিয়ে ইমরান বলেন, ‘গত জুনে আমার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। ডাক্তাররা বেশ কিছু টেস্ট করাতে বলেছেন, জানতে হবে ক্যানসার ছড়িয়ে পড়েছে কি না। চিকিৎসা অনেক খরচসাপেক্ষ, যা আমার পক্ষে বা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। ব্যান্ডের সদস্যদের জানালে তারা পাশে দাঁড়িয়েছে। তবে এই দীর্ঘ চিকিৎসা যাত্রায় আরও অনেক মানুষের সহায়তা দরকার।’
উল্লেখ্য, ২০০৬ সালে গঠিত ‘মেকানিক্স’ ব্যান্ডের শুরুর দলে ছিলেন আফতাবুজ্জামান ত্রিদিব (ভোকাল), রুশো খান (বেজ), এসকে রিয়াজ (ড্রামস) ও তামজিদ খান (গিটার)। পরে লিড গিটারিস্ট হিসেবে দলে যোগ দেন ইমরান আহমেদ। ২০০৮ সালে তিনি ব্যান্ডটি ছেড়ে দেন এবং এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি।
এলআইএ/জিকেএস
Advertisement