দেশজুড়ে

ভালুকায় দুই সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ভালুকায় দুই সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাসা থেকে দুই শিশু সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

Advertisement

নিহতরা হলেন- ওই এলাকার ভাড়াটিয়া রফিকুল ইসলামের স্ত্রী ময়না খাতুন (৩০), তার মেয়ে রাইসা আক্তার (৪) ও ছেলে মো. নীরব (২)।

রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকায় রাসেল স্পিনিং মিলে চাকরি করেন। পরিবারসহ পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে কাজ শেষে বাসায় ফিরে রফিকুল ঘরের দরজায় তালা দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে।

Advertisement

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম একই বাসায় থাকতেন। তিনি অটোরিকশা চালাতেন। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

ওসি বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম

Advertisement