ফ্রান্স প্রবাসী তরুণ শিল্প উদ্যোক্তা মো. হাফিজুর রহমানের দায়ের করা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম উদ্দিনকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
Advertisement
রোববার (১৩ জুলাই) সকালে মৌলভীবাজার ২নং আমলি আদালতে হাজির হয়ে সিম জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। শেখ জসিম উদ্দিন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
মো. হাফিজুর রহমান শ্রীমঙ্গলের ষাড়েরগজ মৌজায় একটি ফার্ম স্থাপনের কাজ শুরু করার পর শেখ জসিম উদ্দিন তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, চাঁদা না দিলে ফার্ম ভেঙে দেওয়ার হুমকিও দেন জসিম। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় হাফিজুর রহমান মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দীর্ঘ তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালতে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়।
Advertisement
জসিম উদ্দিনের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নং-৩২০/২৪ সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গতকাল তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলেই কেবল এই ধরনের অপরাধের স্থায়ী সমাধান সম্ভব।
ওমর ফারুক নাঈম/এফএ/জিকেএস
Advertisement