ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২০-২১ সেশনের জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ‘সান্জু বাড়াই’ হলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।
Advertisement
সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জগন্নাথ হলের রবীন্দ্র ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী।
এর আগে ওই শিক্ষার্থী তার নিজ ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে লেখেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারুপ করা আমার একদম ঠিক হয়নি, আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয় নি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার, আমি ক্ষমা চাচ্ছি।’
এ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, সকালে মরদেহটি রক্তাক্ত অবস্হায় পড়ে ছিল। পরে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তার (সান্জু বাড়ই) বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মরদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জ নিয়ে যাবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Advertisement
এফএআর/জেএইচ/জিকেএস