আন্তর্জাতিক

বন্দর উন্নয়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করলো সিরিয়া

বন্দর উন্নয়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করলো সিরিয়া

সিরিয়ার তর্তুস বন্দরের উন্নয়নের জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড-এর সঙ্গে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি সই হয়েছে।

Advertisement

চুক্তিটি রোববার (১৩ জুলাই) সই হয় এবং এটি যুদ্ধপরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে নতুন ইসলামপন্থি প্রশাসনের বৈশ্বিক বাণিজ্য সংযোগ জোরদার ও অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট আহমেদ আল-শারার উপস্থিতিতে ভূমি ও সামুদ্রিক বন্দর কর্তৃপক্ষ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে একটি ৮০০ মিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে। যা দেশের বন্দর অবকাঠামো ও লজিস্টিকস সেবাকে উন্নত করার একটি কৌশলগত পদক্ষেপ।

চুক্তির পর ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান বিন সুলায়েম বলেন, সিরিয়ায় গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে, যার মধ্যে তর্তুস বন্দর অন্যতম। এটি বহু সিরিয়ান শিল্পজাত পণ্য পরিবহন ও রপ্তানির একটি বড় সুযোগ।

Advertisement

তিনি প্রতিশ্রুতি দেন, তর্তুসকে বিশ্বের অন্যতম সেরা বন্দর হিসেবে গড়ে তোলা হবে।

ডিপি ওয়ার্ল্ড বর্তমানে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ডজনেরও বেশি সমুদ্র ও স্থলবন্দর পরিচালনা করে।

সিরিয়ার গৃহযুদ্ধ দীর্ঘ ১৪ বছর ধরে দেশটির অবকাঠামো সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেছে। তবে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর নতুন সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে পুনর্গঠনের কাজ শুরু করতে চায়।

সিরিয়ার ভূমি ও সামুদ্রিক বন্দর কর্তৃপক্ষের প্রধান বলেন, আমরা শুধুই একটি প্রযুক্তিগত চুক্তি সই করছি না, বরং সিরিয়ায় মাঠপর্যায়ে ও সমুদ্রবাণিজ্যে এক নতুন যুগের ভিত্তি স্থাপন করছি।

Advertisement

সূত্র: এএফপি

এমএসএম