দেশজুড়ে

বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ নেতা প্রার্থী, প্রতিবাদে বিক্ষোভ

বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ নেতা প্রার্থী, প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত ও নির্বাচন কমিশন বিলুপ্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (১৩ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা শহরের বাজার পল্টন মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, সাঘাটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস আলী ঠান্ডু, সদস্য সচিব আতিকুর রহমান আতিক, সাঘাটা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বরিউল আউয়াল সুজনসহ অনেকেই।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

Advertisement

মানববন্ধনে বক্তারা বলেন, দলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সদস্য হতে পারবেন না—দলীয় এমন সিদ্ধান্তকে অমান্য করে সাঘাটা উপজেলা ইউনিয়ন বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের নেতার কাছে মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রনি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ২০১৪ সালে দিকে আওয়ামী লীগে যোগ দেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর রেজাউল করিম রনি কতিপয় বিএনপির নেতার আশ্রয় নেন। তারপর থেকেই তিনি উপজেলার সাঘাটা ইউনিয়নের কাউন্সিলে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তারা আরও বলেন, রেজাউলসহ আওয়ামী লীগের কর্মীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। এসময় বিএনপির কাউন্সিল স্থগিত ও নির্বাচন কমিশন বিলুপ্তির দাবি জানান বক্তারা।

সোমবার (১৪ জুলাই) সাঘাটা উপজেলার ৩ নম্বর সাঘাটা ইউনিয়নের কাউন্সিলের তারিখ ঘোষণা করেছে ভোটের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন।

এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শিল্পী বলেন, কাউন্সিলে যাদের ভোটার করা হয়েছে সবাই বিএনপির ত্যাগী কর্মী। তারা আওয়ামী লীগে যোগদান করার কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না।

Advertisement

আনোয়ার আল শামীম/এসআর/জিকেএস