জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘দেশে আর ফ্যাসিবাদ চলবে না, প্রয়োজনে আবারও রক্ত দিবো। ২০২৪ সালে দেশের হাজারো তরুণের বুকের তাজা রক্তে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো একটি পক্ষ পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে।’
Advertisement
রোববার (১৩ জুলাই) বিকেল ৫টায় শহরের ফায়ারসার্ভিস মোড়ের পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। এখানকার প্রধান সমস্যা নদীভাঙন। এখানে রাস্তাঘাটের উন্নয়ন ও যানজটের সমস্যার কথা শুনেছি। এগুলো সমাধানে আমরা কাজ করবো।’
এসময় এনসিপির সদস্যসচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, মশিউর রহমান, যুগ্ম সহ-সংগঠক আরিফুর রহমান ও যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু ও জেলার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
মো. আতিকুর রহমান/আরএইচ/জিকেএস