দেশজুড়ে

পরীক্ষার্থী মাত্র একজন, তাও ফেল

পরীক্ষার্থী মাত্র একজন, তাও ফেল

নড়াইলের এক বিদ্যালয়ে একজন শিক্ষার্থী। এবারে এসএসসি পরীক্ষায় সে একজনই ফেল করেছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম মুলদাইড়-তালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মুড়দাইড় গ্রামে প্রতিষ্ঠানটি অবস্থিত।

Advertisement

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৭ সালে ৭০ শতাংশ জায়গার ওপর মুড়দাইড়-তালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার কয়েক বছর পর স্কুলটিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ২ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়। ২০১৩ সালে এ স্কুল থেকে এসএসসি বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ ১৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করে। দীর্ঘদিনেও বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় মেধাবী শিক্ষকরা আস্তে আস্তে স্কুলটি ত্যাগ করেন। শিক্ষার্থীও কমতে থাকে।

২০২১ সালে এসএসসিতে সাতজনের সবাই পাস করে। এরপর থেকে আরও অবনতি হতে থাকে। ২০২২ সালে তিনজনের সবাই পাস করলেও ২০২৩ সালে দুজনের মধ্যে দুজনই ফেল করে। ২০২৪ সালেও দুজনের মধ্যে দুজন ও সর্বশেষ ২০২৫ সালে একজনের জনের সে একজনই অকৃতকার্য হয়।

স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম ফকির বলেন, ‘২৮ বছর ধরে এ প্রতিষ্ঠানে রয়েছি। অনেক কষ্ট করেও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ধরে রাখতে পারছি না। এক সময় স্কুলের অনেক ভালো ফলাফল হয়েছে। এমপিও না হওয়ায় শিক্ষকরা হতাশ হয়ে পড়েছেন। এখন আর কিছু বলার নেই।’

Advertisement

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘স্কুলে ফলাফল বিপর্যয়ের পেছনে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের গাফিলতি রয়েছে। তারা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। স্কুলে একটি আইসিটি ল্যাব দেওয়ার কথা বললেও তারা নেয়নি। শিক্ষা সংক্রান্ত কোনো ট্রেনিংও তারা করেন না।’

হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস