জাতীয়

রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শাহবাগের ‘প্রজন্ম চত্বর’

রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শাহবাগের ‘প্রজন্ম চত্বর’

রাজধানীর শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ নামক স্থাপনাটি রাতের আঁধারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

Advertisement

রোববার (১৩ জুলাই) দুপুরে সরেজমিনে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, প্রজন্ম চত্বরের স্থাপনাটি একপাশ থেকে ভেঙে ফেলা হয়েছে।

সেখানকার কয়েকজন চা দোকানি জানান, গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে স্থাপনাটি ভেঙে ফেলেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জাগো নিউজকে বলেন, ‘এটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধিভুক্ত একটি বিষয়। তারা কেন স্থাপনাটি ভেঙেছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে ভাঙার আগে আমাকে জানানো হয়েছিল, যেন কোনো ধরনের জনসমাবেশ বা বিশৃঙ্খলা তৈরি না হয়। সেখানে কোনো মব বা বিশৃঙ্খলা তৈরি হয়নি।’

Advertisement

এফএআর/এমকেআর/জেআইএম