জাতীয়

অভ্যুত্থানে নারীদের গৌরবময় ভূমিকার ওপর চলচ্চিত্র প্রদর্শন সোমবার

অভ্যুত্থানে নারীদের গৌরবময় ভূমিকার ওপর চলচ্চিত্র প্রদর্শন সোমবার

জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে আগামীকাল (১৪ জুলাই) ৬৪ জেলা ও দেশের সব বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জুলাই পুনর্জারগণ অনুষ্ঠানমালা-২০২৫ পালন উপলক্ষে সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

রোববার (১৩ জুলাই) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বলেন, আগামীকাল জুলাই উইমেনস ডে প্রোগ্রামে তিনটা গুরুত্বপূর্ণ ছবি দেখানো হবে।

১. ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ ২. জুলাই উইমেন ৩. জুলাই বিষাদ সিন্ধু

জুলাইয়ের গান নিয়ে থাকবে সায়ান, এলিটা, পারসা। ব‍্যান্ড থাকছে ইলা লা লা, এফ মাইনর, সমগীত।

Advertisement

শেষে থাকছে চীনা কারিগরি সহায়তায় ড্রোন ডিসপ্লে। ফাইন্ড ইওর ন‍্যারেটিভ দেয়ার। আনমিস‍্যাবল! শহীদ মিনারে সন্ধ্যা ৬টায়।

প্রদর্শনীতে ১৪ জুলাইয়ের Remembrance মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’।

জুলাই পুনর্জারগণ অনুষ্ঠানমালার কর্মসূচি অনুযায়ী এ দিন Testimony of a martyr’s family ডকুমেন্টাারি প্রচার করা হবে। নারায়ণগঞ্জের দুই চোখ হারানো জুলাইযোদ্ধা মাহবুবুল আলমের স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে।

এছাড়া রাত ৯টা থেকে টিএসসিতে বিদেশি মিডিয়ায় বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা, জুলাই নারীদের অবদান এবং আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র প্রদর্শন ও জুলাইয়ের গানের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Advertisement

গত বছরের ১৪ জুলাই রাজাকার স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। এই ঘটনা স্মরণে সোমবার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সেই জীবন্ত মুহূর্তকে প্রদর্শন করা হবে। এদিকে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রত্যেক জেলায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ স্থাপন করা হবে।

‘Notes on July’ কর্মসূচি পালন উপলক্ষ্যে এ গণ-অভ্যুত্থানের কিছু নির্বাচিত ছবি দিয়ে পোস্টকার্ড ডিজাইন করা হবে যা স্বেচ্ছাসেবকরা জনসমাগমের কাছে নিয়ে যাবেন এবং জনগণ ইচ্ছামতো পোস্টকার্ডে নিজেদের জুলাই অভিজ্ঞতা লিখতে পারবেন। এছাড়াও জুলাইয়ের টি-শার্ট, হেডব্যান্ড তৈরি ও বিতরণ করা হবে।

এমইউ/এমআইএইচএস/জেআইএম