দেশজুড়ে

আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কারাগারে

আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কারাগারে

রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

রোববার (১৩ জুলাই) দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান খান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আব্দুল হক প্রামানিক রংপুরের আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এর আগে উচ্চ আদালত থেকে তিনি অস্থায়ী জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

Advertisement

আদালত সূত্র জানায়, আব্দুল হক প্রামানিক বৈষম্যবিরোধী আন্দোলনে কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম, স্বর্ণ শিল্পী মুসলিম উদ্দিন মিলন, সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা এবং মমদেল হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।

জামিন আবেদনের শুনানিতে তার পক্ষে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ আইনজীবী উপস্থিত ছিলেন।

আদালতে উপস্থিত অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন আব্দুল হক প্রামানিকের জামিন নামঞ্জুরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

জিতু কবীর/এএইচ/জিকেএস

Advertisement