বিনোদন

হাসপাতালে ভর্তি কিয়ারা, সুসংবাদের অপেক্ষায় অনুরাগীরা

হাসপাতালে ভর্তি কিয়ারা, সুসংবাদের অপেক্ষায় অনুরাগীরা

বলিউড অভিনেত্রী কিয়ারা আদবাণী গত মে মাসে সর্বশেষ ক্যামেরার সামনে এসেছিলেন। মেট গালা অনুষ্ঠানে গর্ভবতী অবস্থায় অংশগ্রহণ নিয়ে ইতিহাস তৈরি করে করেছিলেন তিনি। এরপর তিনি আর একবারও প্রকাশ্যে আসেননি। এ অভিনেত্রী বাড়ি থেকে যখনই বের হয়েছেন, তখনই থেকেছেন ছাতার আড়ালে।

Advertisement

গর্ভবতী অবস্থায় অন্যান্য বলিউড অভিনেত্রীরা যেখানে একের পর এক ফটোশুট করেন, সেখানে দাঁড়িয়ে এখন পর্যন্ত তেমন কোনো ছবি পোস্ট করতে দেখা যায়নি কিয়ারাকে। বরং ফটো সাংবাদিকরা ঘিরে ধরলে বারবার বিরক্ত হয়েছেন সিদ্ধার্থ। কিন্তু এর মধ্যেই হঠাৎ দেখা গেল, কিয়ারাকে হাসপাতালে প্রবেশ করতে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, স্বামী এবং শাশুড়িকে নিয়ে হাসপাতালে প্রবেশ করছেন অনুরাগীরা। যদিও এবারেও অভিনেত্রীকে ছাতার আড়ালে রেখেছেন স্বামী। গত কয়েক মাসের রীতি মেনে এবারও স্ত্রীর মুখ সর্বসমক্ষে আনেননি এ অভিনেত্রী।

তবে ভিডিও দেখে যেটুকু বোঝা গেছে, একটি হলুদ রঙের ঢিলেঢালা শার্ট পরে হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা। সিদ্ধার্থের মুখে রয়েছে উদ্বেগের ছাপ। তবে সিদ্ধার্থের মা কিন্তু বেশ হাসি মুখেই ছিলেন। কিয়ারার বাবাও উপস্থিত ছিলেন।

Advertisement

কিয়ারা আদবাণী। ছবি: সংগৃহীত

ভিডিও দেখে সোশ্যালি মিডিয়ায় অনুরাগীরা ধারণা করছেন, সুসংবাদ আসতে তাহলে আর কিছু সময়ের অপেক্ষা! তবে ডেলিভারি হতে নাকি রুটিন চেকআপ করতে তিনি হাসপাতালে ভর্তি হলেন, সেটা আর কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন:

বলিউড নায়িকাদের মায়েরা কে কী করেন প্রথম দক্ষিণী সিনেমার জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা

‘শেরশাহ’ সিনেমার শুটিং চলাকালীন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম পর্ব শুরু হয় কিয়ারার। ২০২৩ সালে বিশাল আয়োজনে বিয়ে করেন এ দম্পতি। চলতি বছরের মার্চ মাসে তারা ঘোষণা দেন, তাদের ঘরে নতুন অতিথি আসছে। তারপর থেকেই শুরু হয় অপেক্ষার পালা।

Advertisement

এমএমএম/এমএস