খেলাধুলা

জাদেজা-সুন্দরের ব্যাটে লড়ছে ভারত

জাদেজা-সুন্দরের ব্যাটে লড়ছে ভারত

প্রথম দুই টেস্টের একটি করে জয় পেয়েছে ভারত এবং ইংল্যান্ড। তৃতীয় টেস্টে এসে যেন বেশ সতর্ক অবস্থান নিয়েছে দুই দলই। কেউ খুব বেশি আক্রমণাত্মক হতে চাইছে না। রয়ে-সয়ে, দেখে-শুনে খেলতে চাইছে। যে কারণে ধীরে-সুস্থে ব্যাটিং করে ইংল্যান্ডের করা ৩৮৭ রানকে পাড়ি দিতে চাচ্ছে ভারত।

Advertisement

প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিলো ৩৮৭ রান। জবাব দিতে নেমে সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। চতুর্থ উইকেট জুটিতে রিশাভ পান্তকে নিয়ে ১৪১ রানের অনবদ্য একটি জুটি গড়লেন তিনি। ১১২ বলে ৭৪ রান করে রান আউট হয়ে যান রিশাভ পান্ত। ১৭৭ বলে ১০০ রান করে আউট হন লোকেশ রাহুল।

নিতিশ কুমার রেড্ডি ৯১ বলে আউট হন ৩০ রান করে। তবে সপ্তম উইকেট জুটিতে রবিন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর মিলে টেনে নিচ্ছেন ভারতকে এবং ইংল্যান্ডের রান টপকে লিড নেয়ার কাছাকাছি পৌঁছে গেছেন।

এ রিপোর্ট লেখার সময় দিনের শেষ সেশনের খেলা চলছিল। ততক্ষণ পর্যন্ত ভারতের রান ১০৭.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬৯ রান করেছে ভারত। ৭১ রান নিয়ে জাদেজা এবং ১৫ রান নিয়ে ব্যাট করছেন ওয়াশিংটন সুন্দর। এখনও ইংল্যান্ডের চেয়ে ১৬ রান পিছিয়ে ভারত।

Advertisement

আইএইচএস/