শিক্ষা

মাদরাসার নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়লো

মাদরাসার নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়লো

মাদরাসার দাখিল স্তরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী নবম শ্রেণির রেজিস্ট্রেশন করতে পারেনি। এসব শিক্ষার্থীদের জন্য নতুন করে সুযোগ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ১১ আগস্ট পর্যন্ত বাদ পড়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন।

Advertisement

মাদরাসা শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল নবম শ্রেণির (পরীক্ষা-২০২৬) রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীদের মাদরাসার মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধের সময় ১৩ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া যাবে। ১৩ আগস্ট পর্যন্ত ই-এসআইএফ পূরণ করে তথ্য এন্ট্রি করতে পারবেন শিক্ষার্থীরা।

এএএইচ/এমআরএম/জেআইএম

Advertisement