দেশজুড়ে

মাদক সেবন অবস্থায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেফতার

মাদক সেবন অবস্থায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক(বহিস্কৃত) মনির হোসেনকে ইয়াবা সেবন অবস্থায় গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে দশদিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির হোসেন চতুল গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে। তিনি বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। বর্তমানে বহিস্কৃত।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন জাগো নিউজকে বলেন, তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে তাকে ১০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমিন জাগো নিউজকে বলেন, ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে। এ সময় তাকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে ১০ দিনের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক থেকে মনির হোসেনকে বহিষ্কার করা হয়।

এন কে বি নয়ন/এএইচ/জেআইএম