বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেছেন, গতকালের (মিটফোর্ডের) ঘটনায় আমরা খুব আশ্চর্যভাবে লক্ষ্য করেছি, যাকে আমরা ভিডিওতে দেখলাম হত্যা করছে, হত্যাকারীকে সরকার এখনো গ্রেফতার করেনি কেন?
Advertisement
শনিবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ছাত্রদলের শহীদ পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই প্রশ্ন করেন। ছাত্রদলের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠনটির ১৪২টি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মূল হত্যাকারীদের গ্রেফতার না করায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। তিনি বলেন, আমরা কি তাহলে ধরে নেব, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে সেখানে সরকারের কোনো প্রশ্রয় আছে? প্রশাসনের কারো কারো প্রশ্রয় আছে?
তারেক রহমান বলেন, আমাদের দেখতে হবে, প্রকৃতপক্ষে কারা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ায়। সত্যিকারভাবে খুঁজে বের করতে হবে, কারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে? আজ, গতকাল, গত পরশু কিংবা গত ৫০ বছর আগে কারা বাংলাদেশের মানুষের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে আর কারা নেয়নি। সেই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে, বুঝতে হবে।
Advertisement
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
এমএইচএ/এমআরএম/জেআইএম