নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে তিন সন্তানের জননী রাবিয়া আক্তারকে (২৮) কুপিয়ে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাশেদ মিয়া (৩২)।
Advertisement
শনিবার (১২ জুলাই) দুপুরে ১টার দিকে উপজেলার কৈলাটি ইউনিয়নের নক্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ মিয়া ওই গ্রামের পন্ডিত মিয়ার ছেলে। আর রাবেয়া একই গ্রামের আলতু মিয়া মেয়ে।
পুলিশ জানায়, প্রায় ১০ বছর আগে রাশেদ মিয়া ও রাবেয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। রাশেদ পেশায় কখনো জেলে আবার বিভিন্ন সময় দিনমজুরের কাজ করতেন। বছরখানেক ধরে বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জেরে শনিবার দুপুর ১টার দিকে রাশেদ তার স্ত্রীকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে রাবেয়া মাটিতে লুটিয়ে পড়লে তাকে ঘর থেকে বারান্দায় এনে মাথায় পানি ঢালতে থাকেন। কিছুক্ষণের মধ্যে রাবিয়া মারা গেলে তিনি আবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
Advertisement
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এইচ এম কামাল/এএইচ/এমএস