দেশজুড়ে

চাঁদাবাজি-দখলবাজি-সন্ত্রাস বিএনপির ডিকশনারিতে নেই: প্রিন্স

চাঁদাবাজি-দখলবাজি-সন্ত্রাস বিএনপির ডিকশনারিতে নেই: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ব্যক্তির দায় দল নেবে না। দল সেই দায় নিতে পরে, যা দল নির্দেশ দেয়। চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস বিএনপির ডিকশনারিতে নেই।

Advertisement

শনিবার (১২ জুলাই) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে ‘আলোকিত হলুয়াঘাট রূপকল্প’ র্শীষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা প্রিন্স বলেন, ‘ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানানোর ভাষা আমার নেই। আমি ভিডিওতে দেখে স্তম্ভিত, লজ্জিত। যারা এই জঘন্য কাজ করেছেন, তারা কোনো দলের হতে পারে না। যিনি নিহত হয়েছেন, তিনিও যুবদলের কর্মী। যিনি হত্যাকারী তিনিও যুবদলের কর্মী। যুবদলের হোক বা না হোক, তিনি বাংলাদেশের একজন নাগরিক। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি সবারই থাকতে হবে। দোষী যেই হোক তার কঠোর শাস্তি হতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীরও দায় আছে বলে মনে করি।’

অনৈতিক কাজ বিএনপি প্রশ্রয় দেয় না উল্লেখ করে প্রিন্স বলেন, ‘নিশ্চয়ই গত কয়েক মাসে তা প্রমাণিত হয়েছে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো অনৈতিকতাকে প্রশ্রয় দিতো, তাহলে বিএনপিকে দোষ দেওয়া যুক্তিসঙ্গত ছিল। বিএনপি তা করছে না। এর পরেও যারা এসব বিষয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের উদ্দেশ্যই ভিন্ন।’

Advertisement

এসময় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এমএস