কুড়িগ্রামের ফুলবাড়ীতে ল্যাম্পি রোগে আক্রান্ত মরা গরু অজ্ঞাত স্থানে জবাই করেন এক কসাই। পরে ওই পচা মাংস বস্তায় ভরে দোকানে নিয়ে আসছিলৈন তিনি। এসময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
Advertisement
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক কসাইয়ের নাম শাহানুর রহমান (৪২)। তিনি শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের জোবেদ আলীর ছেলে।
শনিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মওদুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ইউএনওর উপস্থিতিতে ওই কসাইয়ের দোকান থেকে পচা ও দুর্গন্ধযুক্ত মাংসগুলো উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়।
Advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, কসাই শাহানুর অনেকদিন ধরে রোগাক্রান্ত ও মরা গরু জবাই করে পচা মাংস বিক্রি করে আসছেন। কিন্তু তাকে হাতেনাতে ধরা যায়নি। শুক্রবার রাত ১১টার দিকে শাহানুর কসাইয়ের এক সহযোগী অটোরিকশাযোগে বস্তায় ভরে মাংস নিয়ে যাচ্ছিলেন। এসময় সন্দেহ হয়। অটোরিকশাটি থামতে বললে কসাইয়ের সহযোগী দৌড়ে পালিয়ে যান। পরে বস্তা খুলে পচা দুর্গন্ধযুক্ত মাংস দেখা যায়।
পরে শাহানুর কসাই নিজে এসে এলাকাবাসীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান এবং মাংসগুলো পুঁতে রাখার প্রস্তাব দেন। কিন্তু উত্তেজিত জনতা তাতে রাজি না হয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ফুলবাড়ী ইউএনও রেহেনুমা তারান্নুম জানান, ঘটনাটি গভীররাতে ঘটেছে। ওই মাংস বিক্রেতাকে লাইসেন্স ছাড়া আর মাংস বিক্রি করতে দেওয়া হবে না। ভবিষ্যতে কখনো যেন অসুস্থ, রোগাক্রান্ত বা মরা পশুর মাংস বিক্রি না করেন, সে বিষয়ে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।
রোকনুজ্জামান মানু/এসআর/এমএস
Advertisement