সাভারের আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকার একটি দোতলা ভবনে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দুজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, মিজানুর রহমান (২৮) ও তার স্ত্রী সাবিনা বেগম (২৫)।
Advertisement
শনিবার (১২ জুলাই) ভোর ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে।
তাদের নিয়ে আসা সাবিনা বেগমের বড় ভাই সোহেল রানা জানান, আমার বোন ও ভগ্নিপতি দুজনই একটি পোশাক কারখানায় কাজ করতো। আজ ভোরের দিকে রান্নাঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসের মধ্যেই রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে আগুনের ঘটনা ঘটে। এতে আমার বোন ও ভগ্নিপতি দুজনেই দগ্ধ হন। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে ভর্তি করি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আশুলিয়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে আমাদের এখানে দুইজন এসেছেন। মিজানুর রহমানের শরীরের ২০ শতাংশ দগ্ধ ও সাবিনা বেগমের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
Advertisement
কাজী আল আমিন/এএমএ/এমএস