আধুনিক সময়ে প্লেনে ভ্রমণ আর বিলাসিতা নয়—এটি এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। অফিসিয়াল সফর, ছুটির ভ্রমণ, আত্মীয়দের সঙ্গে দেখা কিংবা বিদেশে পড়াশোনা—বিভিন্ন কারণে প্রতি বছর কোটি কোটি মানুষ আকাশপথে যাত্রা করেন।
Advertisement
বিশ্বের বিভিন্ন দেশে প্লেনযাত্রীর সংখ্যা বেড়েই চলেছে। তবে কিছু দেশে এই সংখ্যা অন্যদের তুলনায় অনেক বেশি। দেশগুলোর আকার, জনসংখ্যা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের পরিমাণ এর পেছনে বড় ভূমিকা রাখে।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী প্লেনে ভ্রমণ করেন, সেগুলো হলো-
১. যুক্তরাষ্ট্র – বছরে ৬৬ কোটি ৬১ লাখ যাত্রীবিশাল ভৌগোলিক আয়তনের কারণে যুক্তরাষ্ট্রে প্লেনই সবচেয়ে দ্রুত ও কার্যকর যানবাহন। আটলান্টা, ডালাস ও লস অ্যাঞ্জেলেসের মতো ব্যস্ততম বিমানবন্দরগুলো দেশটির আকাশপথকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম করে তুলেছে।
Advertisement
চীনের বিপুল জনসংখ্যা ও প্রবৃদ্ধিশীল অর্থনীতি বিমানভ্রমণকে দৈনন্দিন জীবনের একটি অংশ করে তুলেছে। বেইজিং, সাংহাই ও গুয়াংঝুর মতো শহরগুলো নিয়মিত যাত্রীচাপে সরব থাকে।
আরও পড়ুন>>
ভারতে প্লেন দুর্ঘটনা: প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার সুরক্ষা পাকিস্তানের পদক্ষেপে বিপাকে ভারতের এয়ারলাইনসগুলো শুল্কের চাপ, চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেলো বোয়িংয়ের প্লেন ৩. রাশিয়া – ৯ কোটি ৬৮ লাখ যাত্রীবিশাল ভূখণ্ডের দেশ রাশিয়ায় অনেক জায়গায় রেল বা সড়কপথে যাতায়াত সম্ভব নয়, তাই প্লেনে যাত্রা অপরিহার্য। বছরে প্রায় ৯ কোটি ৭০ লাখ যাত্রী রাশিয়ার অভ্যন্তরে বা আন্তর্জাতিকভাবে যাতায়াত করেন।
৪. ভারত – ৮ কোটি ৪০ লাখ যাত্রীভারতের আকাশ পরিবহন শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। টিকিটের দাম কমে আসা ও নতুন শহরের সঙ্গে সংযুক্তির ফলে প্লেনযাত্রা সাধারণ মানুষের জন্য সহজতর হয়েছে।
Advertisement
জনসংখ্যায় ছোট হলেও আন্তর্জাতিক সংযোগ ও ট্রানজিট হাবে পরিণত হওয়ার কারণে আয়ারল্যান্ড প্রতি বছর বিপুল সংখ্যক যাত্রী সামাল দেয়।
৬. ব্রাজিল – ৬ কোটি ১৯ লাখ যাত্রীবড় শহরগুলোর মধ্যে দূরত্ব বেশি হওয়ায় প্লেনই ব্রাজিলে ভ্রমণের সবচেয়ে সহজ উপায়। সাও পাওলো ও রিও দে জেনিরো দেশটির প্রধান বিমানযাত্রা কেন্দ্র।
৭. মেক্সিকো – ৫ কোটি ৪২ লাখ যাত্রীপর্যটন ও নগরায়ণের মিশ্র প্রভাব মেক্সিকোর আকাশ পরিবহনকে সারা বছরই ব্যস্ত রাখে। ক্যানকুন, গুয়াদালাহারা ও মেক্সিকো সিটির বিমানবন্দরগুলো প্রতি বছর লাখো যাত্রী বহন করে।
৮. জাপান – ৪ কোটি ৫৪ লাখ যাত্রীবুলেট ট্রেনের দেশ জাপানেও প্লেন ভ্রমণ, বিশেষ করে দ্বীপগুলোর মধ্যে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। বছরে সাড়ে চার কোটির বেশি যাত্রী জাপানের আকাশপথ ব্যবহার করেন।
৯. স্পেন – ৪ কোটি ৩৪ লাখ যাত্রীপর্যটনের জন্য জনপ্রিয় দেশ স্পেনে মাদ্রিদ, বার্সেলোনা ও মায়োর্কার মতো গন্তব্যগুলো প্লেনযাত্রীদের চাপে সারা বছরই ব্যস্ত থাকে।
১০. দক্ষিণ কোরিয়া – ৩ কোটি ৪০ লাখ যাত্রীছোট দেশ হওয়া সত্ত্বেও, বিশেষ করে সিউল–জেজু দ্বীপ রুটের কারণে দক্ষিণ কোরিয়ায় প্লেন ভ্রমণের সংখ্যা অনেক বেশি।
সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, টাইমস অব ইন্ডিয়াকেএএ/