জয়পুরহাটের আক্কেলপুরে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে জিৎ চন্দ্র মহন্ত নামে শিক্ষার্থী। সে উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের ছাত্র। এমন অদ্ভুত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Advertisement
বিদ্যালয় সূত্র জানায়, জিৎ চন্দ্র মহন্ত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কারিগরি শাখায় নবম শ্রেণিতে ভর্তি হয়। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে গণিতে ফেল করে। চলতি বছর শুধু গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়।
গত বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তখন জিৎ চন্দ্র মহন্ত অনলাইনে তার ফলাফলে দেখে গণিত ও কৃষি বিষয়ে ফেল করেছে। অথচ তার প্রবেশপত্রে শুধু গণিত বিষয় উল্লেখ রয়েছে।
এ বিষয়ে জিৎ চন্দ্র মোহন্ত জাগো নিউজকে বলেন, ‘২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছিলাম। সে অনুযায়ী ২০২৫ সালে শুধুই গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যে ছিলই না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখাতে আমি অবাক হয়েছি।’
Advertisement
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ নিচ্ছি। কৃষি ‘ফোর্থ সাবজেক্ট’ হওয়ায় চূড়ান্ত ফলাফলে সমস্যা হওয়ার কথা নয়। গণিতে পাস করলে মোট ফলাফলেও পাস দেখাবে। তবে আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাবো।
আল মামুন/আরএইচ/এমএস