লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে বল পরিবর্তন নিয়ে আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল। এটি নিয়ে মাঠে ও সংবাদ সম্মেলনে কথা বলেছেন পেসার মোহাম্মদ সিরাজও। কিন্তু নীরব ছিলেন জাসপ্রিত বুমরাহ।
Advertisement
যে ইনিংসে বল পরিবর্তন নিয়ে বিতর্ক চরম আকার ধরে করেছিল, ইংল্যান্ডের সেই প্রথম ইনিংসের সবচেয়ে সফল বোলার ছিলেন বুমরাহ। ৭৪ রানে ৫ উইকেট শিকার করে লর্ডসের অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন ৩১ বছর বয়সী ডানহাতি পেসার। অথচ তার কাছে কোনো অভিযোগ আসেনি।
ভক্তদের মনে কৌতূহল তৈরি হতেই পারে যে, ভারতীয় বোলাররা বারবার বলের আকার নিয়ে কথা বললেও কেন নিশ্চুপ ছিলেন বুমরাহ। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ভক্তদের হয়ে বুমরাহকে সেই প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে বুমরাহ খুব কৌশলী উত্তর দেন। তিনি বলেন, ‘বল পরিবর্তন হয়, সেটা আমার হাতে নেই। আমি তো শুধু চাই না আমার ম্যাচ ফি কাটা যাক। কারণ আমি অনেক পরিশ্রম করি, অনেক ওভার বল করি। তাই কোনো বিতর্কিত কথা বলতে চাই না।’
Advertisement
তিনি আরও যোগ করেন, ‘আমরা যা বল পেয়েছি, সেটি দিয়েই বল করেছি। মাঝে মাঝে বল ভালো থাকে, মাঝে মাঝে খারাপ থাকে। এটা খেলারই অংশ। আমরা কিছুই করতে পারি না, মানিয়ে নিতে হয়।’
এর আগে গতকাল শুক্রবার অনফিল্ডে দায়িত্বরত বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে ডিউক ব্রান্ডের বল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তর্কে জড়ান গিল।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৮০ ওভারের খেলা শেষে নতুন বল নেয় ভারত। কিন্তু মাত্র ১০.৩ ওভার পরই বলের আকার নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ তোলেন ভারতীয়রা খেলোয়াড়রা। বলের আকার পরীক্ষা করে ত্রুটি পাওয়ার পর আম্পায়াররা সেটি পরিবর্তন করেন। কিন্তু নতুন বল নিলেও সমস্যার সমাধান হয়নি।
নিয়ম হচ্ছে, জরুরি কারণে যদি নির্ধারিত সময়ের (৮০ ওভার পর) আগে বল বদলাতে হয়, তাহলে এমন বল খুঁজে নেওয়া হয়, যেটি পরিবর্তিত বলের কাছাকাছি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যদি সমস্যমান বলটি দিয়ে ১০ ওভার খেলা হয়, তাহলে আম্পায়ার বোলিং দলের হাতে এমন বল তুলে দেন যা দিয়ে ১০ ওভার বা তার কাছাকাছি খেলা হয়েছে।
Advertisement
গিল নতুন বল নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এবং আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান। তাদের মতে, এই বল ১০ ওভারের চেয়ে অনেক বেশি ব্যবহার করা হয়েছে। এর আকৃতি ১০ ওভার ব্যবহার হওয়া বলের মতো নয়।
পাশেই থাকা সিরাজকে স্টাম্প মাইকে শোনা যায়, ‘এইটা ১০ ওভারের পুরনো বল? সিরিয়াসলি?’ কমেন্ট্রি বক্স থেকে ভারতীয় ক্রিকেটার সুনিল গাভাস্কার বলে ওঠেন, ‘এত দূর থেকেও দেখলে বোঝা যায় এটা ১০ ওভারের বল নয়, বরং ২০ ওভারের মতো লাগছে।’
এমএইচ/জেআইএম