আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের পর্যটকদের জম্মু-কাশ্মীরে যাওয়ার আহ্বান

পশ্চিমবঙ্গের পর্যটকদের জম্মু-কাশ্মীরে যাওয়ার আহ্বান

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার অনেকদিন পেরিয়ে গেছে। পহেলগাঁওয়ে হামলার পর ভারত-পাকিস্থানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। ওই হামলার পর জম্মু-কাশ্মীরের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে বলে অনেকের ধারণা। আর এবার পশ্চিমবঙ্গবাসীকে জম্মু ও কাশ্মীর ভ্রমণের আহ্বান জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।

Advertisement

পহেলগাঁওয়ে হামলার পর এই প্রথম কলকাতায় গিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গবাসীকে কাশ্মীরে ভ্রমণের আহ্বান জানান তিনি।

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে জম্মু-কশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন, ওখানে এখনও এত খারাপ অবস্থা হয়নি। আবারো সেখানে বেশি সংখ্যক পর্যটক আসতে শুরু করেছে। কয়েকদিন আগেই সেখানে অমরনাথ যাত্রা শুরু হয়েছে এবং বেশিরভাগই অমরনাথ যাত্রী। তারা পহেলগাঁও অথবা সানমার্গের রাস্তা দিয়ে বিভিন্ন স্থান দর্শন করতে আসছে। এখন পর্যন্ত যত অমরনাথ যাত্রীদের সঙ্গে আমার কথা হয়েছে তারা ওখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি।

ওমর আব্দুল্লাহ আরও বলেন, আমি কলকাতায় ট্যুরিজম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে এসেছি। কারণ আমি চাইছি পশ্চিমবঙ্গের পর্যটকরা বেশি সংখ্যায় জম্মু-কাশ্মীরে আসুক।

Advertisement

পহেলগাঁওয়ে হামলার ৭০ দিন পার হয়ে যাওয়ার পরও প্রধান অভিযুক্তরা এখনো অধরা কেন এই প্রশ্নের জবাবে ওমর আব্দুল্লাহ বলেন, আপনারা এখানে থেকে ধারণা করতে পারবেন না, ওখানকার পাহাড়ে খুঁজে পাওয়া কতটা মুশকিল। ওরা হয়তো কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে পারবে। কিন্তু কোন না কোনদিন তাদেরকে আমরা ঠিক ধরে ফেলব। ওদের পেছনে আমাদের সেনাবাহিনী লেগে আছে। আজ নয়তো কাল ওরা আমাদের কাছে ধরা পড়বেই।

ডিডি/টিটিএন