খেলাধুলা

আমির খানের বিয়ে বরবাদ করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার!

আমির খানের বিয়ে বরবাদ করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার!

ক্রিকেটের সঙ্গে দক্ষিণ এশিয়ার মানুষদের বন্ধন নাড়ীর গভীর থেকে। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের দর্শক-সমর্থকদের দেখলেই বোঝা যায়, এই খেলার সঙ্গে তাদের আবেগ-অনুভূতি কতটা গভীরভাবে জড়িত।

Advertisement

এর মধ্যে ভারত-পাকিস্তান লড়াইয়ের খ্যাতি তো বিশ্বজোড়া। রাজনৈতিকভাবে দুই প্রতিদ্বন্দ্বী দলের লড়াই হলে দর্শকদের মধ্যে দেখা যায় চরম উত্তেজনা। সেই উত্তেজনায় যোগ দেন দুই দেশের শোবিজ তারকারাও।

যদিও এদিক বিবেচনায় পাকিস্তানের চেয়ে ভারতের বলিউড তারকাদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি দেখা যায়।

আমির খান এমনই একজন বলিউড তারকা, যার ক্রিকেটপ্রেম বেশ পরিচিত। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন তিনি। আবার ২০১৩ সালে শচিন টেন্ডুলকারের শেষ ম্যাচেও তাকে দেখা গেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

Advertisement

ক্রিকেটের সঙ্গে আমির খানের সম্পর্ক এখানেই শেষ নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনে ক্রিকেটের প্রভাব নিয়ে বিস্ময়কর স্মৃতি শেয়ার করেছেন এই বলিউড তারকা।

তিনি জানান, ১৯৮৬ সালের ১৮ এপ্রিল প্রথম স্ত্রী রীনা দত্তকে (পরে বিচ্ছেদ হয়ে যায়) গোপনে বিয়ে করেছিলেন তিনি। সেই দিনেই শারজায় বিখ্যাত অস্ট্রাল-এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে শেষ বলের এক ছক্কায় দলকে জিতিয়ে দেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ।

আমির বলেন, ‘আমি আর রীনা সেদিন গোপনে বিয়ে করেছিলাম। আমরা কেউকেই বলিনি। যখন বাড়ি ফিরি, তখন খুব টেনশনে ছিলাম। কিন্তু কেউ কিছু বলল না। কারণ সবাই তো টিভিতে ম্যাচ দেখায় ব্যস্ত ছিলেন!’

তিনি আরও বলেন, ‘আমি খুশি ছিলাম। কারণ ভারতের জয় দেখতে পাচ্ছি, আর সেদিনই বিয়ে করেছিলাম। তাও আবার পাকিস্তানের বিপক্ষে জয়! কিন্তু হঠাৎ করেই মিয়াঁদাদ শেষ বলে ছক্কা মেরে দিলো, আর ভারত হারলো।’

Advertisement

আমির খান আরও জানান, এ ঘটনার অনেক বছর পর বিমানে আমির খানের সঙ্গে দেখা হয় মিয়াঁদাদের। এরপর পাকিস্তানি কিংবদন্তিকে ওই ছক্কার কথা মনে করিয়ে দেন তিনি।

দেখা হওয়ার পর মিয়াঁদাদকে কী বলেছিলেন আমির খান? বলিউড তারকা জানান, তিনি মজা করে বলেছিলেন, ‘জাভেদ ভাই, আপনি ঠিক করেননি। আপনি আমার বিয়ে বরবাদ করে দিয়েছেন! আপনি শেষ বলে ছক্কা মেরেছিলেন, আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম!’

জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের ইতিহাসে সেরা ব্যাটারদের অন্যতম। ১২৪ টেস্টে ৮৮৩২ রান করেছিলেন, যেখানে গড় ছিল ৫২.৫৭। এছাড়া ২৩৩ ওয়ানডেতে করেছেন ৭৩৮১ রান, গড় ৪১.৭০।

ভারতের বিপক্ষে মিয়াঁদাদের সেই শেষ বলের ছক্কা এখনো ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। আর সেটি জড়িত আমির খানের ব্যক্তিগত জীবনের সঙ্গে।

এমএইচ/এমএস