রাজনীতি

জুলাই অভ্যুত্থানে যুব আলেম-ওলামাদের আত্মত্যাগকে মূল্যায়নের আহ্বান

জুলাই অভ্যুত্থানে যুব আলেম-ওলামাদের আত্মত্যাগকে মূল্যায়নের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থানে যুব আলেম-ওলামাদের আত্মত্যাগকে যথাযথ সম্মান ও মূল্যায়নের আহ্বান জানিয়েছে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি ও আলেম সমাজ। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে জাতীয় যুবশক্তির কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে যুব আলেমদের অবদান শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

Advertisement

জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোর বর্ণনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন আলেম সমাজের প্রতিনিধিরা।

যুবশক্তি জুলাই যোদ্ধাদের পাশে থাকবে জানিয়ে হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী বলেন, এখন সময় এসেছে পরিবর্তনের। যুব আলেমদের মেধা ও শক্তিকে দেশ গড়ার কাজ লাগাতে হবে।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আলেমদের অবদান তুলে আনার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কোনো জালেম শক্তি আর যেন ক্ষমতায় আসতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

Advertisement

লেখক ফোরাম পরিষদের সভাপতি শেখ ওসমান গণি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফসল ঘরে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। তা হেলায় হারানো যাবে না।

সেমিনারে ইমাম পরিষদের সভাপতি আব্দুল্লাহ ইয়াহিয়া, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নায়েবে আমির মহিউদ্দিন রব্বানী, জাতীয় যুবশক্তির আলেম প্রতিনিধি মাওলানা ইদ্রিস হোসাইনসহ যুব আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে জুলাই আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এনএস/এমআইএইচএস/এএসএম

Advertisement