নেত্রকোনা সদর উপজেলার জয়শিদ গ্রামে বাড়ির গৃহকর্তা ও তার স্ত্রীর হাত-পা বেঁধে নির্যাতন, নগদ টাকা, ফোন ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের যুবদলের আহ্বায়ক হানিফ মিয়া ও বিচিপাড়া গ্রামের আল আমিন। হানিফকে তার নিজ তিয়শ্রী গ্রাম থেকে এবং আল আমিনকে কলমাকান্দা থেকে আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) দিনগত রাত ২টার দিকে মুখোশ পরা কয়েক দুর্বৃত্ত জয়শিদ গ্রামের পোলট্রি ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকনের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে শহিদুল ইসলাম খোকন ও তার স্ত্রী বিউটি আক্তারের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। পরে ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে একটি ফোন, ট্রাঙ্ক থেকে নগদ ৪৫ হাজার টাকা, সোনার বালা, কানের দুল ও আংটিসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
ঘটনার পর শহিদুলকে তার স্বজনরা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন শহিদুল। পরে রাতেই যুবদল নেতা হানিফ ও তার সঙ্গী আল আমিনকে আটক করে পুলিশ। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এইচ এম কামাল/এসআর/এএসএম
Advertisement