টানা ৫ দিন বৃষ্টির পর সারাদেশে কমেছে বৃষ্টিপাত। এ অবস্থায় তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আগামী সোমবার পর্যন্ত এ বৃষ্টিপাত কম হতে পারে। এরপর বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
Advertisement
আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিনের তুলনায় আজ দেশে তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বর্ষাকালে বৃষ্টি না হলে গরম বেড়ে যায়। আগামী ২/৩ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এরপর আবার কিছুটা কমতে পারে। লাগাতার বৃষ্টি না হলে বৃষ্টির পর ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
Advertisement
আজ দেশের সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাদারীপুরে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের আবহাওয়ার স্টেশনগুলোতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আরএএস/এমএএইচ/এএসএম