জাতীয়

বৃক্ষমেলায় গাছের সঙ্গে সমানতালে বিক্রি হচ্ছে সার-মাটি

বৃক্ষমেলায় গাছের সঙ্গে সমানতালে বিক্রি হচ্ছে সার-মাটি

রাজধানীর আগারগাঁওয়ে চলমান বৃক্ষমেলায় গাছের সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে মাটিও। মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ও পরিবেশ সংগঠনগুলো শুধু চারা নয়, গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার জৈব ও খনিজ মাটিও বিক্রি করছেন।

Advertisement

শুক্রবার (১১ জুলাই) সরেজমিনে আগারগাঁওয়ে আয়োজিত বৃক্ষমেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মেলায় দেখা যায়, স্টলগুলোতে গাছের পাশাপাশি বাগান করার জন্য উপযোগী কোকোপিট, ভার্মি কম্পোস্ট, গার্ডেনিং সয়েল, পটিং মিক্স, কেঁচো সারসহ নানা ধরনের মাটি রয়েছে। যারা ছাদে বা বারান্দায় গাছ লাগান, তারা এসব মাটি কিনে নিচ্ছেন পছন্দ অনুযায়ী।

বিক্রেতারা জানিয়েছেন, ৪০ কেজির এক বস্তা মাটি ২০০ টাকা, ৫ কেজি রেডিমিক্স মাটি ১২৫টাকা, ২৫ কেজি রেডিমিক্স মাটি ৪৫০টাকা, এক কেজি নিম খৈল গুড়া ১৭০, ক্যাকটাস সয়েল এক কেজি ৭০ টাকা, এগ্লোনিমা ৭০ টাকা এবং সার এবং গোবর মিশ্রিত ৫০ কেজি মাটি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

Advertisement

জান্নাত নার্সারীর স্বত্তাধিকারী রানা হোসেন জাগো নিউজকে বলেন, আমরা সব ধরনের মাটি বিক্রি করি। বিশেষ করে বিদেশি কিছু গাছের জাত আছে। এদের প্রত্যেকের জন্য আলাদা মাটি প্রয়োজন হয়। যেমন এগ্লোনিমা গাছের জন্য আলাদা মাটি, আমার নিম গাছের জন্য প্রয়োজন আলাদা সার। যারা ছাদ বাগান করেন তারা বেশি মাটি কিনেন। ইনডোর প্ল্যান্টিং যারা করেন, তারা রেডিমিক্স মাটি বেশি কেনেন।

মেলায় গাছ কিনতে আসা আফরোজা খানম জাগো নিউজকে বলেন, ভালো ফল পেতে হলে সঠিক মাটির ব্যবহার জরুরি। আমার ছাদে ২০ রকমের গাছ রয়েছে। গাছ ভেদে মাটি কিনেছি। বেশিরভাগ মাটি সার মিশ্রিত। তবে দাম কিছুটা বেশি। বাগান করতে হলে হাজার হাজার টাকার মাটি দরকার।

উদ্ভিদবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের সময়ে টেকসই নগর কৃষি ও বাগান চর্চা গড়ে তুলতে হলে শুধু চারা নয়, উপযুক্ত মাটির গুরুত্ব বোাঝা জরুরি। মাটির গুণগত মান, পানি ধারণক্ষমতা, জীবাণুর উপস্থিতি ইত্যাদি একটি গাছের বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। তাই গাছ বুঝে সঠিক মাটি ও সার ব্যবহার করতে হবে।

আরএএস/এএমএ/এএসএম

Advertisement