জাতীয়

বন্যায় নেটওয়ার্ক চালু রাখতে জেনারেটর ব্যবহারের উদ্যোগ

বন্যায় নেটওয়ার্ক চালু রাখতে জেনারেটর ব্যবহারের উদ্যোগ

বন্যাকবলিত এলাকায় নেটওয়ার্ক পরিষেবা চালু রাখতে ডিজেল জেনারেটর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Advertisement

জ্বালানির খরচের একটি অংশ সরকার বহন করবে বলে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ।

শুক্রবার (১১ জুলাই) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, জরুরি উদ্ধারকর্মীরা বাংলাদেশের বন্যাকবলিত এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধারে নিবেদিতভাবে কাজ করছেন।

Advertisement

ফেসবুক পেজে তথ্য তুলে ধরার পাশাপাশি ১০ জুলাই ফেনী জেলায় তোলাও কয়েকটি ফটোগ্রাফও পোস্ট করা হয়।

এমইউ/বিএ/জিকেএস