ছুটির দিনেও সচল রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সব কার্যক্রম। শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে বন্দরে চলছে শুল্কায়ন, পরীক্ষণ ও পণ্য ছাড়কারণের কাজ।
Advertisement
এদিকে আমদানিকারকরা চাইলে ভারত থেকে পণ্য আমদানি করতে পারবেন বলেও জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা। সকালে শুল্ক স্টেশনে কর্মকর্তারা অফিসে আসেন। তবে সকাল থেকে ভারত থেকে নতুন করে কোনো পণ্য আমদানি হয়নি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, ‘কাস্টমসের সব কার্যক্রম খোলা আছে। আমরা ভারতীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছি যাতে পণ্য আমদানি করতে পারি। দুপুরে পরে হয়তো কিছু কাঁচা পণ্য আমদানি হতে পারে।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন জাগো নিউজকে বলেন, ‘সপ্তাহে খানেক সার্ভার সমস্যার কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমে কিছুটা ধীরগতি আসে। ক্ষতি পুষিয়ে নিতে এনবিআরের নির্দেশনা মেনে বন্ধের দিনেও অফিস খোলা রেখেছি। আমদানি-রপ্তানি সংক্রান্ত যে কোনো কাজের জন্য আমরা প্রস্তুত রয়েছি। ব্যবসায়ীরা চাইলে আমদানিও করতে পারবেন ও পণ্য ছাড়করণ করতে পারবেন।’
Advertisement
মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস