খেলাধুলা

নারী ফুটবলারদের ৮ জনের ৭ জনই পাস

নারী ফুটবলারদের ৮ জনের ৭ জনই পাস

বাফুফের ক্যাম্পের ৮ জন নারী ফুটবলার এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৭ জন। অকৃতকার্য হয়েছেন একজন।

Advertisement

পাস করাদের মধ্যে সর্বোচ্চ ৩.৯৬ পয়েন্ট পেয়ে পাস করেছেন খাগড়াছড়ির ঈশিতা ত্রিপুরা, ৩.৮২ পয়েন্ট নিয়ে পাস করেছেন খাগড়াছড়ির ত্রানুচিং মারমা, ৩.৬১ পয়েন্ট নিয়ে পাস করেছেন মাগুরার অর্পিতা বিশ্বাস, ২.৯৪ পয়েন্ট পেয়ে পাস করেছেন সিলেটের নাছরিন রেমা।

২.৮৬ পয়েন্ট নিয়ে পাস করেছেন ঠাকুরগাঁয়ের অনন্যা মুরমু বিথি, ২.৫০ পয়েন্ট পেয়ে পাস করেছেন ফেনীর তানিয়া আক্তার পমি, ২.৫০ পয়েন্ট পেয়ে পাস করেছেন রাঙআগামটির পুর্নিমা মারমা

অকৃতকার্য হওয়া একমাত্র পরীক্ষার্থী ঠাকুরগাঁয়ের প্রতিমা রানী। তিনি এক বিষয়ে পাস করতে পারেননি। বাফুফের ক্যাম্পে থাকা মেয়েরা সারাবছর অনুশীলন করেন। তারই ফাঁকে পড়াশুনা করে থাকে। বেশ কয়েকজন নারী ফুটবলার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।

Advertisement

আরআই/আইএইচএস/