খেলাধুলা

দিয়াবাতের বিকল্প 'ডাবল হ্যাটট্রিকম্যান' বোয়েটেং?

দিয়াবাতের বিকল্প 'ডাবল হ্যাটট্রিকম্যান' বোয়েটেং?

টানা ৬ বছর মোহামেডানে খেলার পর মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে বিদায় বলে দিয়েছেন। দিয়াবাতের দাবি মোহামেডানই তাকে রাখছে না। গোলমেশিনখ্যাত এই ফরোয়ার্ডের অসাধারণ নৈপূণ্যেই মোহামেডান ১৪ বছর পর ফেডারেশন কাপ ও প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে।

Advertisement

আক্রমণভাগের প্রধান ভরসা দিয়াবাতের জায়গায় কাকে নিচ্ছে মোহামেডান? বৃহস্পতিবার ক্লাবটির ভক্তদের মনে এটাই ছিল বড় প্রশ্ন। খোঁজ নিয়ে জানা গেছে, মোহামেডান নতুন মৌসুমে দলে নেওয়ার চেষ্টা করছে সর্বশেষ মৌসুমের সর্বাধিক গোলদাতা ঘানার স্যামুয়েল বোয়েটেংকে।

গত মৌসুমে রহমতগঞ্জের জার্সিতে খেলে এ ফরোয়ার্ড সবার নজর কেড়েছিলেন। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ডাবল হ্যাটট্রিক করেছিলেন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে। দীর্ঘ ১৭ বছর পর বোয়েটেং ডাবল হ্যাটট্রিক উপহার দিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ২০০৬-০৭ মৌসুমে প্রথম ডাবল হ্যাটট্রিক করেছিলেন মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড পল ম্যাকজামেস।

মোহামেডানের একটি সূত্র জানিয়েছে, তারা বোয়েটেংয়ের সাথে আলোচনা করছে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। যদিও রহমতগঞ্জের দাবি নতুন মৌসুমে তাদের হয়ে কথা দিয়ে বোয়েটেং দেশে গেছেন।

Advertisement

রহমতগঞ্জ এমএফএস এর সভাপতি হাজী টিপু সুলতান দাবি করেছেন, ‘বোয়েটেং ঘানা যাওয়ার আগে আমাদের কথা দিয়ে গেছেন। তিনি অন্য কোনো ক্লাবের সাথে কথা বলছেন কি না, সেটা আমার জানা নেই।’

আরআই/আইএইচএস/