আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জুলাই ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জুলাই ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ইরাক-শ্রীলঙ্কাসহ আরও ৮ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের চিঠি অনুসারে, আলজেরিয়া, শ্রীলঙ্কা ও ইরাকের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। ব্রুনেই, লিবিয়া ও মলদোভার জন্য ২৫ শতাংশ এবং ফিলিপাইনসের জন্য ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।

ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেই সঙ্গে লোহিত সাগরে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছেন তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের সামরিক চাপ আরও জোরদারের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

অবসরের পর বাকি জীবন কাটাবো ধর্মগ্রন্থ পড়ে ও চাষ করে: অমিত শাহ

বুধবার (৯ জুলাই) গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশের সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত নারী ও সমাজকর্মীদের সঙ্গে আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা জানান অমিত শাহ। তার বক্তব্য, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি- অবসরের পর জীবনের বাকি সময়টা বেদ, উপনিষদ এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদে উৎসর্গ করবো।

Advertisement

ভিসা নীতিতে বড় পরিবর্তন চীনের, মিলছে সুফল

পর্যটক টানতে ভিসা নীতি শিথিল করেছে চীন। ৭৪টি দেশের নাগরিকদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগ দিয়েছে দেশটি। এর ফলে ধীরে ধীরে আবারও বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়ছে চীনে। নতুন নীতি অনুযায়ী, ৭৪টি দেশের নাগরিকরা চীনে প্রবেশের পর টানা ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থান করতে পারছেন যা আগের নিয়মের তুলনায় অনেক বড় পরিবর্তন।

গুজরাটে সেতু ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫, কাদায় উদ্ধারকাজে বিঘ্ন

ভারতের গুজরাটে ভদোদরা জেলার গম্ভীরা সেতু ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন তিনজন। উদ্ধারকারী দলগুলোর এক সদস্য জানান, প্রায় তিন মিটার গভীর কাদায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সেইসঙ্গে বৃষ্টির কারণে সমস্যা আরও বেড়েছে।

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ফিলিস্তিনে কাজ করবেন ফ্রানচেসকা

ফ্রানচেসকা আলবানিজ বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা আমার মিশনকে দুর্বল করার ‘পরিকল্পিত পদক্ষেপ’। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি যা করার, তা করতেই থাকবো। হ্যাঁ, এটা চ্যালেঞ্জিং হবে... তবে আমি আমার সবকিছু বাজি রাখছি। নিষেধাজ্ঞা আমাকে দমিয়ে রাখতে পারবে না।

ইউক্রেনে যুদ্ধবিরতির পর শান্তিরক্ষী বাহিনী প্রস্তুত ইউরোপ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (ডানে) ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ইউক্রেনে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করতে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনীর এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদিও তারা এই বাহিনীর কাঠামো, অংশগ্রহণকারী দেশের সংখ্যা বা সম্ভাব্য ম্যান্ডেট নিয়ে বিস্তারিত কিছু বলেননি, তবে এটি স্পষ্ট যে যুদ্ধ বন্ধের সম্ভাব্য মুহূর্তেই ইউরোপ সক্রিয়ভাবে একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুত।

Advertisement

সৌদিতে সম্পত্তি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা ২০২৬ সাল থেকে দেশটির নির্দিষ্ট অঞ্চলে সম্পত্তি কিনতে পারবেন। সৌদি সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি নতুন আইন পাস করেছে। এর আওতায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলোকে সৌদির নির্দিষ্ট এলাকায় সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে।

বিদেশে পড়তে যাওয়ার আগে যে ১০ দক্ষতা থাকা জরুরি

এমন ১০টি অপরিহার্য দক্ষতা তুলে ধরা হলো, যা প্রত্যেক আন্তর্জাতিক শিক্ষার্থীর থাকা উচিত- যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা, ভাষা শেখা, মানিয়ে নেওয়ার ক্ষমতা, অর্থ ব্যবস্থাপনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, দলগত কাজের দক্ষতা, নেটওয়ার্কিং ও সামাজিক দক্ষতা, আত্মসচেতনতা ও আবেগ নিয়ন্ত্রণ।

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় নিহত ২৪

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও ২৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এরই মধ্যে সেখানে ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা হয়েছে।

এসএএইচ/জেআইএম