শুল্ক স্টেশনগুলোকে বাণিজ্য সম্প্রসারণের কেন্দ্রবিন্দু উল্লেখ করে আমদানি করা পণ্য দ্রুত খালাসের আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
Advertisement
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার পানগাঁও কাস্টমস হাউজ পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান কর্মকর্তাদের আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে আমদানিপণ্য দ্রুত খালাস করে বাণিজ্য সহজীকরণের নিদের্শ দেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাস্টমস হাউজের কর্মকর্তা-কর্মচারীদের সর্বদা কাজে মগ্ন থাকতে হবে। দ্রুত মামলা নিষ্পত্তি করতে হবে। আধুনিক বিশ্বে উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য কার্যক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। রাজস্ব বিভাগ যে কোনো দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিভাগের একটি, যা ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষতি হয়।’
Advertisement
এসময় পানগাঁও কাস্টমস হাউজের কায়িক পরীক্ষণ কার্যক্রম ও অ্যাসেসমেন্ট রুমে অটোমেটেড পদ্ধতিতে কাস্টমস অ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। অ্যাসেসমেন্ট রুমে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের বিষয়ে খোঁজ-খবর নেন মো. আবদুর রহমান।
রাজস্ব আদায় কার্যক্রমসহ অন্য দাপ্তরিক কার্যক্রম যেমন, ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় দ্রুত পণ্য খালাস, নিবারণমূলক কার্যক্রম, আমদানি নীতি আদেশ প্রতিপালন, অটোমেশন, মামলা হ্রাসকরণসহ বকেয়া আদায় কার্যক্রমে মনোযোগ দিতে বলেন এনবিআর চেয়ারম্যান। নিলাম কার্যক্রম দ্রুত সম্পাদনের মাধ্যমে বন্দরে বিদ্যমান নিলাম ও ধ্বংসযোগ্য পণ্যের দ্রুত নিষ্পত্তিরও নির্দেশনা দেন।
এসএম/এএসএ/জেআইএম
Advertisement