জাগো জবস

৪৮তম বিশেষ বিসিএস স্থগিতের খবর ভুয়া: পিএসসি

৪৮তম বিশেষ বিসিএস স্থগিতের খবর ভুয়া: পিএসসি

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা স্থগিতের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

Advertisement

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) স্বাক্ষরযুক্ত একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে, যা কমিশনের নজরে এসেছে। এ ধরনের কোনো বিজ্ঞপ্তি পিএসসি থেকে প্রকাশ করা হয়নি। এটি বানোয়াট ও বিভ্রান্তিকর।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের এ ধরনের ভুয়া তথ্যে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কমিশনের মূল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি ও নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Advertisement

এদিকে, ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। এরই মধ্যে পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। আজ থেকে শুরু হয়েছে প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়াও।

এ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

এএএইচ/এমএএইচ/জেআইএম

Advertisement