দেশজুড়ে

শীতলক্ষ্যায় ভেসে এলো মানবকঙ্কাল

শীতলক্ষ্যায় ভেসে এলো মানবকঙ্কাল

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানার ভেতর থেকে এক মানবকঙ্কাল উদ্ধার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার খেলার মাঠসংলগ্ন নদীপাড়ে স্থানীয়রা এটি দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে কচুরিপানার ভেতর হাড়গোড়সদৃশ কিছু দেখতে পেয়ে তারা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিশ্চিত হয়, এটি একটি পুরুষ মানবকঙ্কাল। পরে টঙ্গী নৌপুলিশকে বিষয়টি জানানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‌‘উদ্ধার করা কঙ্কালের ওপরের অংশে কোনো মাংস নেই, শুধু হাড় রয়েছে। তাই বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নিচের অংশে একটি ছাপা লুঙ্গি থাকায় এটি পুরুষের কঙ্কাল বলে নিশ্চিত হওয়া গেছে।’

Advertisement

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কঙ্কালটি ১৫-২০ দিন আগের। দূর কোথাও থেকে কচুরিপানার সঙ্গে ভেসে এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেশের সব থানায় বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

টঙ্গী নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুর রহমান আরমান/এসআর

 

Advertisement