দেশজুড়ে

এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে বৈষম্য থাকবে না: নাহিদ ইসলাম

এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে বৈষম্য থাকবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়বো। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না।

Advertisement

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের একটি ইনসাফ ও সমতাভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখায়। বৈষম্যহীন, ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে দেশটাকে আমরা গড়ে তুলবো। মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে এনসিপির উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

এসময় নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সেই তরুণেরা আপনাদের সামনে এসেছি নতুন করে বাংলাদেশ গড়ার কাজে। যারা ফ্যাসিস্টকে উৎখাত করতে জীবনবাজি রেখেছিলাম।

Advertisement

তিনি বলেন, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পূণ্যভূমি চিত্রাপাড়ের নড়াইলে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা বিগত দিনে হয়নি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে আমরা অবহেলিত নড়াইলের উন্নয়ন করতে চাই।

নাহিদ ইসলাম বলেন, রাজপথ থেকে গড়ে ওঠা তরুণদের দল এনসিপি। আমাদের দল করার ইচ্ছা ছিল না। আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে। দেশে তরুণদের নিয়ে বিকল্প তৈরি হয়েছে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ভোটের আগে টাকার কাছে ব্যক্তিত্ব বিক্রি করে নিজের, দেশ ও জাতির ক্ষতি করবেন না। আমরা যেন কোনো ব্যক্তির দাস না হয়ে যাই। স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা দেশের সব জেলায় যাবো। জনগণের মতামত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো।

দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত দিনের নির্বাচন কমিশন দিনের ভোট রাতে সম্পন্ন করে গণতন্ত্রকে ধংস করেছিল। নুরুল হুদার (সাবেক সিইসি কে এম নুরুল হুদা) ভুয়া ভোটের পরিণাম দেখতে পেরেছি। নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই তাদের দ্বিচারিতাকে।

Advertisement

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির জেলা কমিটির প্রধান সমন্বয়ক লে. কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ, যুগ্ম সমন্বয়ক মো. শরিফুল ইসলাম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি প্রমুখ।

হাফিজুল নিলু/এসআর/জেআইএম