দেশজুড়ে

মির্জাপুর ক্যাডেট কলেজে জিপিএ-৫ পেয়েছে শতভাগ শিক্ষার্থী

মির্জাপুর ক্যাডেট কলেজে জিপিএ-৫ পেয়েছে শতভাগ শিক্ষার্থী

এবার এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে ৫০ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে ৪৪ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

মির্জাপুর ক্যাডেট কলেজের ভাইস প্রিন্সিপাল এটিএম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর বহন করে আসছে মির্জাপুর ক্যাডেট কলেজ। চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে ৫৯ তম ব্যাচ থেকে ৫০ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।’

এ ব্যাপারে মির্জাপুর কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সাল বলেন, ‘আগামীতে যাতে কলেজের ফলাফল আরও ভাল হয় সে জন্য ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ, অভিভাবক ও ক্যাডেটসহ শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।’

Advertisement

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম বলেন, ‘ক্যাডেট কলেজ আমাদের গৌরব। এ সাফল্যজনক ফলাফলে পুরো মির্জাপুর তথা টাঙ্গাইলবাসী গর্বিত। শিক্ষা ও চিকিৎসাসহ সব দিক দিয়ে সারাদেশের মধ্যে মির্জাপুর এগিয়ে রয়েছে।’

আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জেআইএম