সাকিব আল হাসানকে সর্বশেষ মাঠে দেখা গিয়েছিল গেল মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। টুর্নামেন্টের মাঝপথে সিকান্দার রাজার অনুপস্থিতিতে সুযোগ পেয়ে লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে কোনো ম্যাচেই ব্যাটে-বলে আলো ছড়াতে পারেননি সাকিব। লাহোর শিরোপা জিতলেও ফাইনাল ম্যাচের একাদশে জায়গা পাননি তিনি।
Advertisement
বাংলাদেশের হয়ে যেহেতু খেলতে পারছেন না, তাই ২২ গজের পিচে সাকিবের পারফরম্যান্স দেখতে বিভিন্ন দেশের লিগের দিকেই তাকিয়ে থাকতে হয় ভক্তদের। তারা অপেক্ষায় থাকেন সাকিবের আরও কিছু ভালো ম্যাচ ও ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স দেখার।
ভক্ত-সমর্থকদের সেই প্রত্যাশা পূর্ণ করার আরও একটি সুযোগ এসেছে সাকিবের সামনে।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। বাংলাদেশ সময় রাত ৮টায় পর্দা উঠবে এ আসরের।
Advertisement
দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ইনজুরিতে পড়ায় বদলি হিসেবে দুবাই ক্যাপিটালসে ডাক পান সাকিব। একাদশে সুযোগ পেলে আজ রাতেই এই টুর্নামেন্টে অভিষেক হবে টাইগার অলরাউন্ডারের।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৫টি দল- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, আরব আমিরাতের দল দুবাই ক্যাপিটাল, সেন্ট্রাল ডিসট্রিক্টস, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
সাকিবের দলের পরবর্তী ম্যাচগুলো হোবার্ট, গায়ানা ও রংপুরের বিপক্ষে যথাক্রমে ১১, ১৪ ও ১৬ জুলাই।
অন্যদিকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আগামীকাল শুক্রবার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫ টায় মাঠে নামবে রংপুর। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি ফ্র্যাঞ্চাইজিটির বাকি ম্যাচগুলো আগামী ১৩, ১৬ ও ১৭ জুলাই যথাক্রমে হোবার্ট, দুবাই ক্যাপিটালস ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে। অর্থাৎ ১৬ জুলাই সাকিবের দলের মুখোমুখি হবেন সোহান।
Advertisement
টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। গত বছর সোহানের নেতৃত্বে জিএসএলের উদ্বোধনী আসরে শিরোপা জিতেছিল রংপুর।
এমএইচ/জিকেএস