শিক্ষা

জিপিএ-৫ পেয়েই মাকে জড়িয়ে ধরলেন শিক্ষার্থী, ভিকারুননিসায় উচ্ছ্বাস

জিপিএ-৫ পেয়েই মাকে জড়িয়ে ধরলেন শিক্ষার্থী, ভিকারুননিসায় উচ্ছ্বাস

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

Advertisement

এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ভিকারুননিসার শিক্ষার্থীরাও ব্যতিক্রম ছিল না।

পরীক্ষার ফল পাওয়া মাত্রই মাকে জড়িয়ে ধরে আবগাপ্লুত হয়ে পড়েন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা তাসনিম। গোল্ডেন এ প্লাস পেয়েই চিৎকার দিয়ে দৌড়ে মাকে জড়িয়ে ধরেন তিনি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দেখা গেলো এমন দৃশ্য। এসময় শিক্ষার্থীর মা নিলুফার ইয়াসমিন জাগো নিউজকে বলেন, আমার মেয়ে অনেক পড়াশোনা করছে, ঠিকমতো ঘুমায়নি। ওকে কখনো জোর করা লাগেনি। নিজেই পড়াশোনা করেছে।

Advertisement

এ সময়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, আমার মনে আশা ছিল। আল্লাহর কাছে দোয়া করছি। মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আমিও নামাজ পড়ে দোয়া করছি। মেয়ের এই রেজাল্টের মাধ্যমে মনে হয় আমি স্বর্গ পেয়েছি।

এদিকে ফলাফল প্রকাশের পর পর ঢাকঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন অন্য শিক্ষার্থীরাও। অনিকা মেহেজাবীন নামে আরেক শিক্ষার্থী বলেন, আলহামদুলিল্লাহ জিপিএ-৫ পেয়েছি। এই অনুভূতি প্রকাশ করার মতো না। জীবনের বাকি পরীক্ষা যেন ভালো হয়।

আরএএস/বিএ/জিকেএস

Advertisement