শিক্ষা

প্রবাসে এসএসসিতে পাস ৩৭৩ পরীক্ষার্থী

প্রবাসে এসএসসিতে পাস ৩৭৩ পরীক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রবাসে থেকে অংশ নেন ৪২৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৩৭৩ জন। সে হিসাবে প্রবাসে পাসের হার ৮৭ দশমিক ৩৫ শতাংশ।

Advertisement

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল পর্যালোচনায় দেখা যায়, এ বছর আটটি বিদেশ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় বসেন ৪২৭ জন। তাদের মধ্যে পাস করেন ৩৭৩ জন এবং ৫৪ জন শিক্ষার্থী ফেল করেছেন। একটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে।

Advertisement

এবারও ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সে হিসাবে এবারও পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা।

দেশের ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৪ সালে সারাদেশে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৮২ হাজার ১২৯ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে।

এ বছর দেশের ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে। গত বছর শূন্য পাস করা এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৫১টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪টিতে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। সবমিলিয়ে পরীক্ষায় অংশ নেন প্রায় ১৯ লাখ শিক্ষার্থী।

Advertisement

এএএইচ/এমকেআর/জিকেএস