ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে ৫ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
Advertisement
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যানজট রয়েছে।
শংস্লিষ্টরা বলছেন, লাঙ্গলবন্দ সেতুর প্রবেশপথে গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলে ব্যঘাত ঘটছে। এতে যানজট দেখা গেছে।
জানা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনের লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত সড়কের খানাখন্দের কারণে যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের গন্তব্য যেতে দুর্ভোগে পড়তে হচ্ছে।
Advertisement
রহমান মিয়া নামের এক যাত্রী বলেন, দীর্ঘ এক ঘণ্টা ধরে মেঘনার সামনে আটকে আছি। গাড়ি নড়াচড়া করছে না। শুনলাম লাঙ্গলবন্দ ব্রিজের অবস্থা না কি খুব খারাপ।
ফজলু মিয়া নামের আরেক যাত্রী বলেন, এমন যানজট বহুদিন ধরে পাইনি। রাস্তা খারাপ হওয়ায় না কি গাড়ির গতি কম।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে বলেন, লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খারাপ। এ কারণে গাড়ি ধীরগতিতে চলছে। সড়ক বিভাগের লোকজন সংস্কার কাজ শুরু করেছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, টানা বৃষ্টিতে সড়কের পিচ ও বিটুমিন সড়ে কয়েকটি স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দ সেতুর প্রবেশপথে গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে সমস্যা হচ্ছে। আমাদের একটি দল ঘটনাস্থলে মেরামতের কাজ করছে।
Advertisement
মো. আকাশ/জেডএইচ/এএসএম