খেলাধুলা

পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে রিয়াল কোচ বললেন, ‘নতুন যুগ শুরু করবো’

পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে রিয়াল কোচ বললেন, ‘নতুন যুগ শুরু করবো’

মেটলাইফ স্টেডিয়ামে বুধবার দুঃস্বপ্নের রাত কেটেছে রিয়াল মাদ্রিদের। ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে বাজেভাবে হেরেছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির ৪-০ ব্যবধানে হার অনেকটাই দৃষ্টিকটু। যে কারণে সেটি মেনে নিতেও কষ্ট হচ্ছে রিয়ালের ভক্ত-সমর্থকদের।

Advertisement

পিএসজির কাছে হারের দগদগে ঘা এখন রিয়ালের ফুটবলারদের গায়ে। এই হারের কষ্ট সহজে ভুলতে পারবেন না ভক্তরাও, দীর্ঘদিন ধরে এমন একপেশে লড়াই পোড়াবে তাদের। তবে রিয়াল কোচ জাবি আলোনসো সমর্থকদের আশ্বস্ত করেছেন, আগামী মৌসুমে আরও ভালো কিছু দেখা যাবে এবং রিয়ালও নতুন কিছু করে দেখাবে।

ম্যাচের পর আলোনসো জানিয়েছেন, একেবারে নতুনভাবে আগামী মৌসুম শুরু করবে রিয়াল।

আলোনসো বলেন, ‘(দুই মৌসুমের মাঝের) বিরতির পর আমরা নতুন যুগ শুরু করবো, একদম সতেজ মানসিকতা নিয়ে। আমরা এমন এক দল গড়তে চাই যারা একসঙ্গে খেলবে, ইউনিট হিসেবে কাজ করবে…। আমরা (শিরোপা থেকে) এক ধাপ দূরে ছিলাম, এটা কষ্টদায়ক, এখন দেখা যাক কী হয়।’

Advertisement

এই ম্যাচে রিয়ালের অনেকদিনের চর্চা বাদ দিয়ে নতুন কৌশল অবলম্বন করেন আলোনসো। আগের ম্যাচগুলোতে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেললেও বুধবার রক্ষণভাগে আলোনসো রেখেছেন চারজনকে।

আর আক্রমণভাগে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গে টুর্নামেন্টে চমক দেখানো গঞ্জালো গার্সিয়া শুরুর একাদশে নামান। কিন্তু ৪৩ বছর বয়সী স্প্যানিশ মাস্টারমাইন্ডের এই পরিকল্পনা সফল হয়নি।

রিয়ালের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে পিএসজি মাত্র ৯ মিনিটের মধ্যেই দুটি গোল করে ফেলে।

আলোনসো বলেন, ‘আমরা দুই গোলে পিছিয়ে পড়ে খেলায় ফিরে আসতে পারিনি। এটা ছিল এক দুঃখজনক হার, আমাদের স্বীকার করতেই হবে আজ আমরা আমাদের মান অনুযায়ী খেলতে পারিনি।’

Advertisement

বিরতির পরও রিয়াল বড় কোনো পরিবর্তন আনেনি। এরপর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে একাধিক পরিবর্তন আনেন আলোনসো।

বুধবারের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরও উন্নতির কথা জানিয়ে রিয়াল কোচ বলেন, ‘কিছু জায়গায় আমাদের ঘাটতি ছিল, আর অনেক সময় ভুল থেকে শিখে নেওয়াই ভালো।’

এমএইচ/এএসএম