সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে রাজধানীতেও। গতকাল বুধবার বিকেলে ঢাকায় বৃষ্টি কমলেও রাত থেকে থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে।
Advertisement
বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ঢাকায় বিকেল থেকে বৃষ্টি কমে যেতে পারে। রোববার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।
আরও পড়ুন দুপুর একটার মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাসআবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
Advertisement
আরএএস/বিএ/এএসএম