জাতীয়

দুপুর একটার মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দুপুর একটার মধ্যে ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দুপুর একটার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিন-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, আজ দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জাগো নিউজকে বলেছেন, লাগাতার বৃষ্টি আজ (বৃহস্পতিবার) থেকে কমতে পারে। যদিও দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস রয়েছে। তবে বিগত কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কমবে।

Advertisement

আরএএস/এএমএ/এএসএম