অর্থনীতি

শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানি আনতে উপদেষ্টার সঙ্গে বিএসইসির বৈঠক

শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানি আনতে উপদেষ্টার সঙ্গে বিএসইসির বৈঠক

দেশের যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত শেয়ারবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

Advertisement

বুধবার (৯ জুলাই) বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ শিল্প মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এবং বিএসইসি’র কমিশনার মু. মোহসিন চৌধুরী ও বিএসইসির কর্মকর্তারা অংশ নেন।

প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে শিল্প উপদেষ্টার সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএসইসি থেকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত শেয়ারবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সর্বোপরি প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে ওই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Advertisement

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গত ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় শেয়ারবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা শেয়ারবাজারের উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেন, যার মধ্যে দেশের যেসব বিদেশি বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে দ্রুত শেয়ারবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেওয়া নির্দেশনা অন্যতম।

বিএসইসি থেকে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক এরই মধ্যে শেয়ারবাজারের উন্নয়নে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে।

এমএএস/এমএএইচ/জেআইএম

Advertisement