জাতীয়

জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণে রেসপন্স টিম গঠন, নিয়ন্ত্রণকক্ষ চালু

জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণে রেসপন্স টিম গঠন, নিয়ন্ত্রণকক্ষ চালু

রাজধানীতে টানা বৃষ্টির কারণে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক জরুরি রেসপন্স টিম গঠন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

Advertisement

বুধবার (৯ জুলাই) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করার কারণে আজ এসব এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। হালকা বৃষ্টিও হতে পারে। বৃষ্টি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ পরিস্থিতিতে ডিএসসিসির আওতাভুক্ত এলাকাগুলোয় জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় ওয়ার্ডভিত্তিক জরুরি রেসপন্স টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের মোবাইল ফোন নম্বরে (০১৭০৯৯০০৮৮৮) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Advertisement

এমএমএ/এমএএইচ/জেআইএম