অতি ভারী বৃষ্টিতে ফেনী শহরের বেশিরভাগ সড়কে জমেছে হাঁটুপানি। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তবে পানি নিষ্কাশনের অভাবে ফেনী শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
Advertisement
স্থানীয়রা জানান, একের পর এক খাল দখল করে মার্কেট নির্মাণের কারণে টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহরের আবাসিক এলাকা ও রাস্তাঘাট। গত ১৫ বছরে শহরের পিটিআই খাল দখল করে পৌরসভার ব্যানারে মার্কেট নির্মাণ, খাজা আহমদ লেক দখল করে ৫ শতাধিক দোকান নির্মাণ, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও তৎসংলগ্ন এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পাগলি ছড়া খাল দখল করে পৌরসভার ব্যানারে মার্কেট নির্মাণ করায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফেনী শিশু নিকেতন সংলগ্ন খালটির অস্তিত্ব নেই। এছাড়া কয়েক বছরে শহরের বেশ কয়েকটি পুকুর ভরাট করে দোকান নির্মাণ করা হয়েছে।
এদিকে ফারুক হোটেলের পর থেকে একাডেমি পর্যন্ত সড়কের পানি নিষ্কাশন না হওয়ার জন্য দায়ী অনুন্নত ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। এ এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেনগুলোর সঙ্গে কোনো খালের সংযোগ স্থাপন করা হয়নি। ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কেই প্রতিষ্ঠার ৪০ বছরেও আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি ফেনী পৌরসভা। শহরের গুরুত্বপূর্ণ খালগুলো এখন ফেনী পৌরসভা আর অবৈধ দখলদারদের কবলে।
শহরবাসীর প্রাণের দাবি, অবিলম্বে অবৈধ মার্কেট ও স্থাপনাগুলো উচ্ছেদ করে পানি প্রবাহের খালগুলো উন্মুক্ত করা হোক।
Advertisement
ফেনী শহরের রামপুর এলাকার বাসিন্দা আলাল উদ্দিন বলেন, দখল দূষণের কবলে ফেনী শহরের অন্যতম খালগুলো। খালগুলো এখন নালায় পরিণত হয়েছে। পানি দ্রুত গতিতে যাওয়ার ব্যবস্থা নেই। ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা আসাদুজ্জামান বলেন, খাল দখল করে বিল্ডিংয়ে নির্মাণ করা হয়েছে। কিন্তু সেগুলো উচ্ছেদে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পানি নেমে যাওয়ার জন্য যে লেকগুলো ছিল সেখানে বিশাল মার্কেট নির্মাণ করেছে পৌরসভা। পানি নিষ্কাশন সংকুচিত হওয়ায় ভারি বৃষ্টি হলেই ডুবছে ফেনী শহর।
শহীদুল্লা কায়সার সড়কের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, খাল দখলকারীদের উচ্ছেদ না করা পর্যন্ত দুর্ভোগ থেকে মুক্তি পাবে না শহরবাসী।
নাগরিক সংগঠন ফেনী কমিউনিটির মুখপাত্র বুরহান উদ্দিন ফয়সল বলেন, ফেনীর সব নাগরিকের প্রতি অনুরোধ জানাই, আপনারা নিজেরা নিয়ম মেনে চলুন এবং যথাসম্ভব পরিচ্ছন্নতার দায়িত্ব নিন। পাশাপাশি এই সংকটময় সময়ে প্রতিবেশীদের সহযোগিতা করুন। একইসঙ্গে, প্রশাসনের প্রতি স্মরণ করিয়ে দিতে চাই—সময়ের কাজ সময়ে না করলে এমন জনদুর্ভোগের দায় কেউ এড়াতে পারে না।
Advertisement
ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন মার্কেট নির্মাণ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
তবে তিনি বলেন, শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের অলিতে-গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফেনী পৌর এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ ধরনের জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এরপরও আমরা মাঠে থেকে দিন-রাত কাজ করে যাচ্ছি। কয়েক ঘণ্টা বৃষ্টি না হলে পানি নেমে যাবে৷
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শহরের এ দুর্ভোগ দূর করতে ড্রেনেজ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। ড্রেন দখলে থাকলে সে বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। পাশাপাশি নাগরিকদের আরও বেশি সচেতন হওয়া দরকার।
আবদুল্লাহ আল-মামুন/এএইচ/জেআইএম